আপনার ফেসবুক একাউন্টকে করুন আরও নিরাপদ।

বর্তমানে সারা বিশ্বে ফেসবুক খুবই জনপ্রিয় একটি সোস্যাল নেটওয়ার্কিং সাইট হলেও নিরাপত্তার অভাবে আপনি আপনার একাউন্ট হারাতে পারেন। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ আপনার হাতে। ইচ্ছে করলেই আপনি আপনার ফেসবুকের সিকিউরিটি বাড়িয়ে নিতে পারেন। আপনার যে সকল বন্ধুরা আপনার সকল ব্যক্তিগত ইনফরমেশন জানে তাদের দ্বারাই আপনি ক্ষতির স্বীকার হতে পারেন। তাই প্রথমেই আপনার ফেসবুকের লগিণকে আরো নিরাপদ করুন।
অনেক আগেই ফেসবুক তার ২-ধাপ বিশিষ্ট লগিন পদ্ধতি চালু করলেও এখন তার সেটিংস এ কিছু পরিবর্তন আনা হয়েছে। যার ফলে আগের যারা ২-ধাপ বিশিষ্ট লগিন পদ্ধতি চালু করেছিলেন তাদেরকে আবার কষ্ট করে তা কনফিগার করতে হবে।
নিচের ধাপসমূহ অনুসরণ করে খুব সহজেই আপনি তা কনফিগার করতে পারবেন।
১। আপনার ফেসবুকে লগিন করুন এবং Home এর পাশের ড্রপ-ডাউন বাটন এ ক্লিক করে Account Settings সিলেক্ট করুন।
২। এবার বা পাশের Security সিলেক্ট করে Login Approvals এর Edit এ ক্লিক করুন।
৩। এখান হতে Require me to enter a security code … এর বা পাশের চেক বক্সটি সিলেক্ট করুন এবং Set up login approvals আসলে Set Up Now বাটনে ক্লিক করুন।
৪। Add a phone বক্স আসলে আপনি Country code এর ঘরে Bangladesh সিলেক্ট করুন এবং Phone number এর ঘরে আপনার মোবাইল নম্বর লিখুন। কিছুক্ষনের মাঝেই আপনার মোবাইলে একটি  Confirmation code আসবে তা লিখে আপনাকে Continue বাটনে ক্লিক করতে হবে।
ব্যাস, এখন আপনার ফেসবুক একাউন্টে লগিন নিরাপদ হয়েগেল। এখন কেউ আপনার ইমেইল এবং পাসওয়ার্ড জানলেও আপনার একাউন্টে লগিন করতে পারবে না। কারন একটি সিকিউরিটি কোড আপনার মোবাইলে চলে আসবে যা ছাড়া লগিন করা সম্ভব নয়।

টুইটারের নতুন মিউজিক অ্যাপ্লিকেশন! আপনি ব্যবহার করেছেন তো !

twitter app
ধারণা করা হচ্ছে, শিগগিরই চালু হতে যাচ্ছে টুইটারের নতুন মিউজিক অ্যাপ্লিকেশন। এরই মধ্যে music.twitter.com ওয়েবপেজও খোলা হয়েছে। অবশ্য এখন পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কিছু জানায়নি টুইটার কর্তৃপক্ষ।
গত বছর ‘উই আর হন্টেড’ নামের একটি সফটওয়্যার কোম্পানি কিনে নিয়েছিল টুইটার কর্তৃপক্ষ। উই আর হন্টেডের প্রতিষ্ঠাতা স্টিফেন ফিলিপস টুইটারের নতুন অ্যাপ্লিকেশন সম্পর্কে তথ্য দিয়েছিলেন গত মাসে। জানিয়েছে বিবিসি অনলাইন।
স্টিফেন ফিলিপস জানিয়েছেন, নতুন অ্যাপ্লিকেশনটির মাধ্যমে পছন্দের গান অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। কেবল টুইটারেই নয়, ফেসবুক কিংবা গুগল প্লাসের মতো অন্যান্য সামাজিক যোগাযোগ রক্ষার ওয়েবসাইটেও পছন্দের গান শেয়ার করার সুযোগ থাকবে এই অ্যাপ্লিকেশনে।

আগামী ১০০০ বছরে মানব জাতির অস্তিত্ত্ব থাকবে না !!

মানব জাতির অস্তিত্ত্ব
শূন্য ত্বরণের অভিজ্ঞতা নেয়া বিখ্যাত তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং তার পুরোটা কর্মজীবন মহাবিশ্বের অলংকরণে নিয়োজিত রেখেছেন। সম্প্রতি তিনি বলেছেন, স্থানের অনবরত প্রসারণ মানব জাতির জন্য মোটেও সুখকর সংবাদ নিয়ে আসবে না।

৭১ বছর বয়সী হকিং জানিয়েছেন, তিনি মনে করেন, আগামী ১০০০ বছরে মানব জাতির অস্তিত্ত্ব থাকবে না, যদি না তারা নশ্বর এ পৃথিবীর বিকল্প খুঁজে পায়। ইংরেজ এই পদার্থবিদ গত মঙ্গলবার সিডার্শ সাইনাই মেডিক্যাল সেন্টারের ডাক্তার ও নার্সদের এক সমাবেশে  এ কথা বলেছেন। সে সময় তিনি একটি স্টেম সেল ল্যাবরেটরি উদ্ভোধন করেন।

আজ থেকে ৫০ বছর আগে স্টিফেন হকিং ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন অবস্থায় মটর নিউরন নামের এক নিউরোলজিকাল রোগে আক্রান্ত হন। এর ফলে তার পুরো শরীর অচল হয়ে গেলেও সফলতার সাথেই তিনি তার পড়াশুনা চালিয়ে যান এবং পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। শুধু তাই-ই নয়, তিন বেশ সফলভাবেই তার গবেষোণা কর্ম চালিয়ে এসছেন এবং নিজেকে পদার্থবিদ্যার এক শক্তিমান বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

তিনি বলেন, ‘আপনি যদি কখনো বুঝতে পারেন মহাবিশ্ব কিভাবে পরিচালিত হয়, তবে আপনি নিজেই তা কোন না কোনভাবে পরিচালনা করতে পারবেন”।

স্টিফেন হকিং কৃষ্ণ গহ্বর (ব্ল্যাক হোল) ও কসমসের উৎপত্তি তত্ত্ব প্রদানের জন্য বিখ্যাত। এছাড়াও তাঁর বিখ্যাত বই ‘অ্যা ব্রিফ হিস্ট্রি অব টাইম’-এর মাধ্যমে পদার্থবিদ্যার  রহস্যময় ভরের ধারণা তাঁকে এনে দিয়েছে পদার্থবিদ্যার অন্যতম সেরা বিজ্ঞানীর খেতাব। বইটি সারা বিশ্বে প্রায় ১ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে। সিডার্শ সাইনাই মেডিক্যাল সেন্টারে তাঁর ১ ঘন্টাব্যাপী দীর্ঘ বক্তব্যকে ‘অ্যা ব্রিফ হিস্ট্রি অব মাইন’ বা ‘আমার সংক্ষিপ্ত ইতিহাস’ বলে নামকরণ করেছেন।

তিনি বলেন, “জীবন যতোই কঠিন হোক না কেন, সফল হওয়ার মতো অনেক কিছুই করার আছে”।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা স্টিফেন হকিং-কে  তার কর্মের জন্য ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রীডম’-এ পুরষ্কৃত করেন।

বিঃ দ্রঃ - টিউনটি প্রথম প্রকাশিত হয়েছে http://www.sciencetech24.com -এ

ডাউনলোড করুন cfos speed আর বাড়িয়ে নিন আপনার নেট স্পিড


cFosSpeed increases your throughput and reduces your Ping.
  • Keep your internet fast during heavy upload/download
  • Improve your Ping for online games
  • Reduce audio/video streaming problems
বিস্তারিত দেখুন এখানে  

ডাউনলোড cFosSpeed increases

ইউটিউব খুলুন খুব সহজেই ( ২ মিনিটেই)

how to open youtube in bangladesh
আসসলা মুয়ালাইকুম
বন্ধুরা এখনো যারা বাংলাদেশে ইউটিউব ব্যভার করতে পারছো না। তারা এখন খুব সহজেই ইউটিউব খুলতে পারবে ।


এজন্য তোমাকে যা করতে হবে।


প্রথম ধাপঃ
এই ফাইলটি ডাউনলোড করে নিন।
পাসোয়ার্ডঃ arafatahmedroni
http://www.mediafire.com/?ru56qs1i6uifga7


তারপর ফাইলটি File>Open>(C:\Windows\System32\drivers\etc\
এখান এ পেস্ট করুন । উইন্ডোজ পারমিশন চাইলে দিয়ে দেন ।

সাধারণত প্রথম ধাপের পর এ ইউটিউব খুলে যায় 

২য় ধাপঃ

ইউটিউব খুলুন এভাবে
https://www.youtube.com

অর্থাৎ htttp:// এর বদলে  htttps://

এর পরেও খুলতে না পারলে আমাকে মেসেজ করে জানান, কমেন্টস এর মাধ্যমে ।
ধন্যবাদ

Download IDM 6.12 Final version (Full)

IDM full version free
ডাউনলোড করুন আইডিএম মিডিয়াফায়ার এ। নিচে ডাউনলোড লিংক , So no more talk.

http://www.mediafire.com/?pw2fla431onypm2


 আর হ্যাঁ উপকারে আসলে অবশ্যই কমেন্টস দিবেন । আরো দারুন দারুন সফটওয়্যার দেবো । 

ওডেস্ক একাউন্ট সাসপেন্ড হউয়ার কিছু কারন

অডেস্ক একাউন্ট সাসপেনশনের ব্যাপারে কিছু কথা কইবার চাই, , , , কি কি কারনে একাউন্ট সাসপেন্ড খাইতে পারেন তার একটা সম্ভাব্য গবেষণা করলাম মনে মনে। যেমন,
১, সবার আগে নিজের কভার লেটার ঠিক করেন। স্প্যাম কভাব লেটার হলেই ধরা খাবেন কিছুদিন পরে। কি কি কারনে স্প্যাম হয়, অন্যের কভার লেটারে নাম চেঞ্জ করে চালাতে চাইলে, তখন বায়ার দেখবে সবগুলান একই কথা লেখছে। তখন সবগুলানরে ধইরা ফ্ল্যাগ করবে। আবার নিজের ইউনিক কভার লেটারই যদি সব সময় কপি পেস্ট করেন তাইলে অডেস্ক নিজেই ধরে ফেলবে এইটা। সো, যখন এপ্লাই করবেন তখন বায়ার জা চাইবে সেই অনুসারে সময় নিয়ে কভার লেটার লেখুন। মনে রাখবেন, বায়ার সবার আগে দেখবে আপনার কভার লেটার এবং তার পরে প্রোফাইল। সো নতুন দের জন্য কভার লেটার সবার আগে। তার পর প্রোফাইলের দিকে নজর দেন।
২, বায়ারের সাথে খারাপ ব্যাবহার করলে সাসপেন্ড খাবেন যদি বিচার দেয়। জদিও ফিডব্যাক দেওয়ার ব্যাবস্থা আছে, তারপরেও আপনাকে খারাপ ফিডব্যাক দিয়েও যদি বায়ারের মনে শান্তি না আসে তাইলে নির্ঘাত আপ্নের খবর আছে। আর বায়ারতো শুধু রিপোর্ট করবে না, আপনার খারাপ কিছু দেখলেই কেবল এই কাজ করবে সে।
৩, আরো অনেক কিছু ছিলো। অত কিছু ভাবার টাইম নাই। শেষ কথা হল, ধরুন কোন একটা রিপোরট এর কারনে আপনাকে অডেস্ক থেকে টিকেট দিলো। আপনি অই টিকেটের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিবেন, সরি বলবেন বা কৈফিয়ত দেওয়ার চেষ্টা করবেন। কারন টিকেট এর নিচে লেখা থাকে যে, আপনি যদি ২ বা ৩ বা ৪ ঘন্টার মদ্ধে এই টিকিটের রিপ্লাই দিতে না পারেন, তাইলে আপনার একাউন্ট সাসপেন্ড কার হবে। সেটা হতে পারে টেম্পোরারী বা পারমানেন্ট। আর মনে রাখবেন পারমানেন্ট সাসপেন্ড মানে সব শেষ। তখন হাতে পায়ে ধরেও কিছু হবে না। আমি নিজে অদের জিজ্ঞেস করছি। টেম্পোরারির ক্ষেত্রে ঠিক হতে টাইম নেয় প্রায় ১৫ দিনের মতন তবে দোস বুঝে।

লেখকঃ মাসুম রানা 
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ভার্চুয়াল দুনিয়া - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger