হ্যাঁলো বন্ধুরা কেমন আছেন?
প্রথমেই
একটি খুশির সংবাদ দেই। ইদানিং ৯৯ডিজানের একটি কনটেস্ট জিতে গেলাম। এবার কাজের কথায় আসি
আজ বেশি আলোচনা নয়,শুধুমাত্র কয়েকটি কাজ যা আমি করি ৯৯ডিজাইনের কনটেস্ট এ অংশগ্রহনের পুর্বে।
১। ধরুন আমি লোগো ডিজাইনের একটি কনটেস্ট এ অংশগ্রহন করবো তাহলে প্রথমেই গেরানটেড ডিজাইন গুলো দেখি।এরপর এর হট অপারচুনি গুলো দেখে নেই। তারপর সেখানে যে লোগোটিতে প্রতিযোগি কম সেটায় প্রবেশ করি।
২। লোগোগুলো ভাল করে দেখে নেই।তারপর দেখি ভাল রেটিং এর লোগোগুলো।
৩।এরপর কয়েকবার ডিজাইনের ব্রিফিং পড়ে নেই।
৪। যদি দেখি ব্রিফিং এ কয়েক কালারের ব্যবহারের কথা বলা হইয়েছে তাহলে সময় নিয়ে কাগজে তার স্কেচ আকিঁ।
৫। এরপর কালারের চাহিদা মতে কয়েক্টি লোগো তৈরী করি এবং সাবমিট এর জন্য রেডি করি।
৬। ফাইনালি পরিস্কার একট বিবরণ দিয়ে লোগোটি সাবমিট করি।
আজ এ পর্যন্তই।আগামীতে বিস্তারিত আলোচনা করবো।
0 comments:
Post a Comment