আসসালামু-আলাইকুম
প্রথমেই ধন্যবাদ দিচ্ছি টেকটিউনস কে। কেননা তারা আমাদের জন্য তৈরী করেছেন এরকমের একটি প্লাটফরম।
আর এটা আমার প্রথম টিউন,যদিও অনেক দিন যাবত টেকটিউনসের সাথে আছি।
আর সকল টিউনার বন্ধুদের সাহায্য কামনা করছি। কেননা যাদের টিউন দেখে আমি এই টিউন টি করার সাহস পেয়েছি,আমার প্রত্যাশা তাদের পরবর্তি উৎসাহে আমি আরো সামনে এগিয়ে যেতে পারবো।তাই আমার ভুলগুলো হ্মমার দৃষ্টিতে দেখবেন।
99Design একটি জনপ্রিয় ফ্রীল্যাংসিং সাইট।যেখানে একজন ব্যাক্তি তার graphics design এর মননশীলতা কে কাজে লাগিয়ে একটি ভাল আয় করতে পারেন। এ সাইটটিতে কাজ পাবার জন্য কোন বিট করতে হয় না।সাধারণত এখানে লোগো তৈরীর উপর শতশত কাজ পাওয়া যায় এবং তার মুল্য ৳১০০-৳২০০০-৳৩০০০ ও হয়।কাজের বিবরণ ও আইডিয়া দেয়া থাকে তাই সহজেই কাজটি করা যায়।
এছাডাও আপনি অন্যের কাজ দেখে আইডিয়া নিতে পারবেন খুব সহজেই।
এহ্মেত্রে আপনার যা প্রয়োজনঃ
১। ইংলিশের উপর বেসিক জ্ঞান
২। ফটোশপ ও ইলেস্টটর এর উপর জ্ঞান।
ভয় পাওয়ার কোন কারন নেই।যদি আপনার ফটোশপ ও ইলেস্টটর এর উপর জ্ঞান না থাকে তাহলে একটু সময় নিয়ে টেকটিউনসের গ্রাফিক্স এর উপর লেখা টিউনগুলো দেখে দেখে সহজেই শিখতে পারেন। যদিও একটু দেরি হবে কিন্তু যাই হোক সফলতার তো কোন শর্টকাট নেয়।
আসুন তাহলে দেখি কিভাবে শুরু করা যায়( শুধু মাত্র নতুনদের জন্য)
প্রথমে এখানে ক্লিক করুন
এবার যে পেজটি এসেছে তার উপরের ডান দিকে signup এর উপর ক্লিক করুন
99Design সাধারনত চারটি পদ্ধতিতে তার পেমেন্ট করে থাকে।এগুলো হলঃ
১। মানিবুকারস
২। ওয়েস্টার্ন ইউনিয়ন
৩।
৪।
আপনারা সাহস দিলে এর উপর চেইনলি টিউন করবো।
আগামী পর্বে
99Design এর পেমেন্ট পদ্ধতির উপর বিস্তারিত আলোচনা করবো।
তারপর কিভাবে moneybookers এ রেজিঃ ও ডলার withdraw এর পদ্ধতি।
প্রোফাইল আপডেট ও লেভেল কি?
এরপর কিভাবে ডিজাইন সাবমিট ও withdraw করতে হয়।
কনটেস্ট জিতার জন্য কিছু টিপস।
আশা রাখি আগামীতে সাথে থাকবেন ও ঊৎসাহ দিবেন।
হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন আমার ব্লগটি থেকে (এখানে)
আপনাদেরকে ধন্যবাদ সময় নিয়ে লেখাটি পড়ার জন্য।
0 comments:
Post a Comment