Home » » ফায়ারফক্সের স্পিড করে নিন কয়েকগুন বেশী

ফায়ারফক্সের স্পিড করে নিন কয়েকগুন বেশী

এখানে আমি আপনাকে যে পদ্ধতি বলবো।আপনি চাইলে তা ব্যবহার করে ফায়ারফক্সের স্পিড কয়েকগুন বেশি করতে পারবেন।।


এহ্মেত্রে যা করতে হবে,
১) এড্রেস বারে লিখুন about:config

২) স্ক্রল করে খুজে বের করুন এই এন্ট্রিগুলো

network.http.pipelining
network.http.proxy.pipelining
network.http.pipelining.maxrequests

এইবার প্রথম এবং দ্বিতীয় টিকে true করে দিন

তৃতীয়টির নাম্বার ভ্যালু সেট করে দিন 30

3) অবশেষে রাইট বাটনে ক্লিক করে নতুন একটি integer নিন

নাম দিন nglayout.initialpaint.delay

এটার ভ্যালু সেট করে দিন 0

এবার রি-স্টার্ট দিয়ে দেখুন স্পিড বেড়েছে।


 
Jika Anda menyukai Artikel di blog ini, Silahkan klik disini untuk berlangganan gratis via email, dengan begitu Anda akan mendapat kiriman artikel setiap ada artikel yang terbit di Creating Website

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ভার্চুয়াল দুনিয়া - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger