সবাইকে শুভেচ্ছা
ব্যস্ততার জন্য অনেক দিন লেখা হয়নি, আজকে বসলাম। মূলত যারা ফ্রীল্যন্সিং এ নতুন তাদের জন্য সোসাইল মিডিয়া মার্কেটি খুবই একটি সহজ উপায়, অনলাইনে আয়ের জন্য।
ফেসবুক ভোট, লাইক ইত্যাদি কাজের জন্য চাই একাধিক ইমমমম! সহাস্রাধিক ফেসবুক একাউন্ট।
আর এগুলো মেইনটেন করতে গেলে প্রয়োজন হয় , নানা কৌশলের।
তাই আজ আমি আপনাদের দেবো সে রকমের একটি কৌশল ( নতুনদের জন্য)।
আজ শুধু বলবো একটি ফায়ারফক্স এ্যাড অন এর কথা, যার মাধ্যমে আপনি একই আইপি দিয়ে অনেক ফেসবুক আইডি ও যখন কোন পেজে লাইক দিবেন, আপনার অনেক কাজে আসবে।
এর নাম হল ঃ Remove cookies for site 0.62
এটা ইনস্টল করতে হলে আপনাকে যেতে হবে আপনার ফায়ারফক্স এর এ্যাড অন এ
তারপর নিচে দেখানো ছবির মত কাজ করতে থাকুন। ব্যস হয়ে যাবে।
এর মেইন কাজ হচ্ছে, যেকোন পেইজ এর কুকিজ ডিলেট করে দেয়া। আর হ্যাঁ , কুকিজ ডিলেটের পড়ে কিন্তু পেইজটি রিফ্রেস দিতে ভুল্বেন না।
ইনশাল্লাহ আরো টিপস নিয়ে রেগুলার হাজির থাকবো।
শুধু কমেন্টস দিয়ে সাথে থাকুন।
ধন্যবাদ
আরাফাত আহমেদ রনি
ব্যস্ততার জন্য অনেক দিন লেখা হয়নি, আজকে বসলাম। মূলত যারা ফ্রীল্যন্সিং এ নতুন তাদের জন্য সোসাইল মিডিয়া মার্কেটি খুবই একটি সহজ উপায়, অনলাইনে আয়ের জন্য।
ফেসবুক ভোট, লাইক ইত্যাদি কাজের জন্য চাই একাধিক ইমমমম! সহাস্রাধিক ফেসবুক একাউন্ট।
আর এগুলো মেইনটেন করতে গেলে প্রয়োজন হয় , নানা কৌশলের।
তাই আজ আমি আপনাদের দেবো সে রকমের একটি কৌশল ( নতুনদের জন্য)।
আজ শুধু বলবো একটি ফায়ারফক্স এ্যাড অন এর কথা, যার মাধ্যমে আপনি একই আইপি দিয়ে অনেক ফেসবুক আইডি ও যখন কোন পেজে লাইক দিবেন, আপনার অনেক কাজে আসবে।
এর নাম হল ঃ Remove cookies for site 0.62
এটা ইনস্টল করতে হলে আপনাকে যেতে হবে আপনার ফায়ারফক্স এর এ্যাড অন এ
তারপর নিচে দেখানো ছবির মত কাজ করতে থাকুন। ব্যস হয়ে যাবে।
এর মেইন কাজ হচ্ছে, যেকোন পেইজ এর কুকিজ ডিলেট করে দেয়া। আর হ্যাঁ , কুকিজ ডিলেটের পড়ে কিন্তু পেইজটি রিফ্রেস দিতে ভুল্বেন না।
ইনশাল্লাহ আরো টিপস নিয়ে রেগুলার হাজির থাকবো।
শুধু কমেন্টস দিয়ে সাথে থাকুন।
ধন্যবাদ
আরাফাত আহমেদ রনি
0 comments:
Post a Comment