Home » » যারা ফ্রীল্যান্সিং এ ক্যারিয়ার শুরু করতে চান ( পর্ব-০১)

যারা ফ্রীল্যান্সিং এ ক্যারিয়ার শুরু করতে চান ( পর্ব-০১)

আসসালামুয়াআলাইকুম
কেমন আছ বন্ধুরা,নিশ্চই ভাল।
কাজের কথায় আসি। আমি সাজেসন  দেয়া পছন্দ  করিনা,তবে যেটুকু জানি তা অন্যের সাথে শেয়ার করতে আপত্তি নেই আমার। আজকে আমি যারা ফ্রীল্যান্সিং এর জগৎ এ আসতে চান তাদের কিছু বিষয় খেয়াল রাখতে অনুরোধ করবো।
এর কারন হলো বাংলাদেশে ফ্রীল্যন্সিং এর উপর প্রকৃত কোন শিহ্মা প্রতিষ্ঠান নেই। আজ আমরা যারা ফ্রীল্যন্সিং কে পেশা হিসাবে বেছে নিয়েছি বা এর সাথে জড়িত  আছি তারা কোন প্রতিষ্ঠান থেকে এর উপর ট্রেনিং করে তারপর শুরু করিনি।
আমরা প্রচুর বই পড়ে,ইন্টারনেট ব্রাউজিং করে, নিজে নিজে প্রেক্টিজ করে শিখেছি। যদিও সময় লেগেছে কিন্তু আমরা প্রেক্টিক্যালি শিখেছি।
কিন্তু সময় বদলেছে,এখন আপনি অল্প সময়েই শিখতে পারবেন। তবে পরিশ্রম আপনাকে করতে হবেই।
কেন আপনি ফ্রীল্যান্সার হবেন?
হ্যাঁ তাই তো, কেন আমি ফ্রীল্যান্সার হবো?
তার পূর্বে আমি আপনাকে প্রশ্ন করি, ফ্রীল্যান্সার মানে কি তা বুঝেন?
একেক জনের এক এক মত হবে। কাউকে ভুল বলবো না বন্ধুরা, আপনি সঠিক। শুধু এটুকু বলবো, আপনি যে বিষয়ে  পারদর্শী তার মাধ্যমে অনলাইন থেকে আয় করাকেই ফ্রীল্যান্সিং বলা যেতে পারে।   
আমি কি পারব?
প্রথমে বলবো অবশ্যই,কেন নয়?
ফ্রীল্যান্সিং এমন একটি মাধ্যম যেখানে ,
  • ·       আপনার পড়াশুনা কতটুকু তা কোন বড় বিষয় নয়।
  • ·      আপনার পরীহ্মার রেজাল্ট কেমন , এহ্মেত্রে অগণ্য
  • ·      আপনি কোথায় থাকেন তা কোন মুখ্য বিষয় নয়।
  • ·       আপনি ছেলে না মেয়ে অথবা আপানার বয়স তা অমৌলিক।  
  • ·      আপনার প্রচুর অর্থ নেই, তাহলে বলবো এটাই আপনার শক্তি।
  • ·      আপনার জীবনের প্রতি ঘন্টার মুল্য চান,তাহলে বলবো এটা আপনার জন্যই

আমাদের দেশে অনেক এর মাঝে দুঃখ থাকে যে,আহহ আমি তো ভাল রেজাল্ট করিনি কিংবা ভাল প্রতিষ্ঠান এ পড়িনি তাহলে কি আমি ভাল চাকুরী বা আয় করতে পারবো। আমি সেই সকল বন্ধুদের বলবো তার চেয়ে অনেক বড় কিছু করেতে পারবে।
সাথে একটি কথা বলবো, যদি তুমি মনে কর তুমি আজ থেকেই জানবে,শিখবে এবং করবে তাহলে বলবো তুমি ইতিমধ্যে সফলতার সিঁড়িতে গতিময়।
আর যখন তুমি দেখবে গতকালের চেয়ে আজ তুমি বেশি জানার,শেখার ও করার আগ্রহ অর্জন করেছো তাহলে সফলতা তোমারই।

দুঃখিত লেকচার হয়ে গেলো বোধ হয়!
আগামী পর্বে গুলোতে  আমরা দেখবো
  • ·      ফ্রীল্যান্সার হওয়ার জন্য যে সকল গুন নিজের ভেতরে থাকা প্রয়োজন।
  • ·      ফ্রীল্যন্সার হতে গেলে আপনার কি কি বিষয়ে বিনিয়োগ করতে হবে।
  • ·      কিভাবে ফ্রীল্যান্সিং শেখা যায়
  • ·      যে সকল বিষয়ে সাবধান থাকা প্রয়োজন।
  • ·      ফ্রীল্যন্সিং এর মাধ্যমে  অন্যান্য আয়ের পথ।

আপনাকে আমার লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। আর লেখাটি আপনার কাজে আসলে অবশ্যই কমেন্টস দিবেন।

আরাফাত আহমেদ রনি
সিইও, অনলাইন জবস ওয়ার্ল্ড
মোবাঃ 01912329423


Jika Anda menyukai Artikel di blog ini, Silahkan klik disini untuk berlangganan gratis via email, dengan begitu Anda akan mendapat kiriman artikel setiap ada artikel yang terbit di Creating Website

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ভার্চুয়াল দুনিয়া - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger